এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন ও মনোরম শহর কোনটি
এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন ও মনোরম শহর রাজশাহী।
রাজশাহী বিভাগ বাংলাদেশের উত্তরবঙ্গের একটি প্রশাসনিক অঞ্চল। রাজশাহী বিভাগের পরিচিত বা অপর নাম পরিচ্ছন্ন ও মনোরম শহর হিসেবে পরিচয় লাভ করেছে।নিচের যে অংশ থেকে পড়তে চান
• রাজশাহী বিভাগ
• রাজশাহী কিসের জন্য বিখ্যাত
• রাজশাহী জেলার নামকরণ
• রাজশাহী জেলার বরেন্দ্র গবেষণা জাদুঘর
রাজশাহী বিভাগ:
রাজশাহী বিভাগ বাংলাদেশের উত্তরাবঙ্গের একটি প্রশাসনিক অঞ্চল। রাজশাহী বিভাগ বাংলাদেশের তৃতীয় জনবহুল বিভাগ এবং আয়তনে চতুর্থ বৃহত্তম বিভাগ। রাজশাহী বিভাগ বাংলাদেশের সবচেয়ে বেশি প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে এর মধ্যে বৃহত্তম রাজশাহীর
নওগাঁ জেলার পাহাড় পুর বৌদ্ধ বিহার। রাজশাহী শহরে দেশের কিছু গুরুত্বপূর্ণ প্রধান কার্যালয় অবস্থিত। যেমন:
° বাংলাদেশ রেশম গবেষণার ইনস্টিটিউট
° বাংলাদেশ পোস্টাল একাডেমি
° বাংলাদেশ পুলিশ একাডেমি
° বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সদর দপ্তর ইত্যাদি
রাজশাহী বিভাগের বিখ্যাত নদী পদ্মা।
রাজশাহী কিসের জন্য বিখ্যাত?
পরিচ্ছন্ন, দূষণমুক্ত শহর হিসেবে রাজশাহী জেলা বিশ্বমানের সুনাম রয়েছে। রাজশাহী জেলা বিশেষ করে রাজশাহী শহর অনেক নামে পরিচিত। যেমন:
° রেশম নগরী
° শান্তি নগরী
° শিক্ষা নগরী
° আমের রাজধানী। ইত্যাদি
রাজশাহী জেলার নামকরণ:
রাজশাহী নামটি হিন্দু রাজা ও ফরাসি শাহী শব্দ দুটির সমন্বয়ে গঠিত হয় রাজশাহী। রাজশাহী জেলা প্রাচীন কালে রামপুর- বোয়ালিয়া নামেও পরিচিত ছিল।
রাজশাহী জেলার বরেন্দ্র গবেষণা জাদুঘর:
বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে অবস্থিত। এই জাদুঘরে প্রদর্শিত অনেক গুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে।
রুমু ২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url