বাংলা আর্টিকেল লেখার নিয়ম সমূহ


বাংলা আর্টিকেল লেখার নিয়মসমূহ ও কিভাবে ভালো মানের আর্টিকেল লিখবেন তা এই পোষ্টের মাধ্যমে বুঝতে পারবেন। 
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পড়ার অভ্যাস তৈরি করা এবং লেখালেখির চর্চা করা। একটি ভালো আর্টিকেল লেখার জন্য কিছু নিয়ম ও কৌশল রয়েছে যা মেনে চললে আপনার লেখা  আরো ও আকর্ষণীয় ও তথ্যবহুল হবে।
 এ ব্লক পোস্টে আমরা বাংলা আর্টিকেল লেখার নিয়মসমূহ সম্পর্কে বিস্তারিত জানবো। 

পেজ সূচিপত্র :বাংলা আর্টিকেল লেখার নিয়ম

আর্টিকেল  রাইটিং কি? 


একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে সাজিয়ে গুছিয়ে তথ্য বহুল কোন কনটেন্ট লেখাকে আর্টিকেল রাইটিং বলে। 
আর্টিকেল ব্যাপক অডিয়েন্সের জন্য লেখা হয়। কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানার জন্য কোন বই, ম্যাগাজিন, বিভিন্ন ওয়েবসাইটে যে লেখা বা টেক্সট পড়ি ও দেখি তাই আর্টিকেল। 
আর্টিকেল বিভিন্ন ধরনের হতে পারে যেমন তথ্যপূর্ণ , জ্ঞানমূলক ইত্যাদি। বাংলায় আর্টিকেল লিখতে হলে সহজ ভাষায় লেখার চেষ্টা করা উচিত ।যাতে পাঠকরা সহজে বুঝতে পারে। 

বাংলা আর্টিকেল লেখার নিয়ম


বাংলা আর্টিকেল লেখার নিয়ম গুলো জানতে পারলে আপনার লেখা আরো মানসম্মত হবে। সহজ ভাষায় লিখে পাঠকের মনোযোগ বৃদ্ধি করা ও তথ্য সঠিকভাবে উপস্থাপন করায় এর মূল উদ্দেশ্য। সঠিক নিয়ম মেনে চললে আপনার লেখা পাঠকদের জন্য তথ্যবহুল উপকারী হবে।
 বিস্তারিতভাবে বাংলা আর্টিকেল লেখার নিয়ম গুলো তুলে ধরা হলো:

আকর্ষণীয় টাইটেল নির্বাচন


একটি আকর্ষণীয় টাইটেল আপনার আর্টিকেলের প্রতি পাঠকের আগ্রহ বাড়াবে। তাই টাইটেল এমন হতে হবে যাতে করে পাঠক পড়াই আকর্ষিত হয়। তবে খেয়াল রাখতে হবে যাতে করে টাইটেলটি অবশ্যই সংক্ষিপ্ত ও তথ্য সম্পন্ন হয়। উদাহরণ :যদি আপনি "কিভাবে ঘরে বসে ইনকাম করা যায় "এ বিষয়টি একটি আর্টিকেল লিখবেন তাহলে আপনার টাইটেল হতে হবে "ঘরে বসে ইনকাম করার উপায়"। 

দরকারি তথ্য তুলে ধরা


আর্টিকেলের মূল অংশে বিষয়বস্তু সম্পর্কে তুলে ধরুন। তথ্যগুলো সঠিক কিনা তা যাচাই করুন । তথ্য গুলো এমনভাবে উপস্থাপন করুন যাতে পাঠক সহজে বুঝতে পারে এবং সঠিক তথ্য গুলো সহজেই পেতে পারে। 

লেখাগুলো প্যারাগ্রাফ আকারে লেখা


লেখাগুলো ছোট ছোট প্যারাগ্রাফ আকারে লিখুন। প্রতিটি প্যারাগ্রাফ একটি করে পয়েন্ট তুলে ধরুন এবং সেই পয়েন্টটি ব্যাখ্যা করুন । দীর্ঘ লেখাগুলোকে ছোট ছোট ভাগ করলে পাঠকের জন্য সহজ হবে। 

নাম্বার ও বুলেট পয়েন্ট ব্যবহার


বুলেট পয়েন্টে নাম্বার ব্যবহার করলে পাঠক বিষয়টি বুঝতে পারবে । যেমন :"ঘরে বসে ইনকাম করা ১০ টি টিপস" বিষয়টি লিখেছেন তাহলে প্রতিটি টিপসের আলাদা আলাদা বুলেট পয়েন্ট বা নাম্বার ব্যবহার করতে পারেন। এতে পাঠক সহজে প্রতিটি টিপস পড়তে এবং বুঝতে পারবে। 

ইন্টারনাল লিংক যুক্ত করুন


পাঠকদের আরও তথ্য পেতে সাহায্য করতে আপনার ওয়েবসাইটের অন্যান্য আর্টিকেল এর লিংক দিন। এটি আপনার সাইটের  রেংকিং বাড়াতে সাহায্য করবে। ইন্টারনাল লিংক ব্যবহার করে আপনি পাঠকদের আপনার সাইটের আয় ও তথ্য দিতে পারবেন এবং অনেক সময় ধরে রাখতে পারবেন। 


কপিরাইট এড়িয়ে চলা


সব সময় নিজস্ব লেখাও নিজস্ব ধারণায় লেখা তৈরি করুন । কপিরাইট কনটেন্ট ব্যবহারে আপনার ওয়েবসাইটের সুনাম নষ্ট হতে পারে এবং আইনগত সমস্যা করতে পারেন।

ফিচার ইমেজ ব্যবহার


পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে আর্টিকেলে ফিচার ইমেজ যুক্ত করুন। ইমেজ ব্যবহার করলে আর্টিকেলটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে এবং পাঠকের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রুমু ২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url